শিরোনাম
◈ খালেদা জিয়ার কবর খোঁড়ার প্রস্তুতি চলছে ◈ খালেদা জিয়ার মৃত্যুর খবরে যা বলছে ভারতের মিডিয়া ◈ জাতির সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার প্রয়াণ ‘বিরাট ক্ষতি’: প্রধান উপদেষ্টা ◈ তিন দিনের রাষ্ট্রীয় শোক ও কাল বুধবার সাধারন ছুটি ঘোষণা ◈ তার সেই মহান উক্তি ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই’ (ভিডিও) ◈ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন শেখ হাসিনা ◈ খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজ‌কের খেলা স্থগিত ◈ খালেদা জিয়া গৃহবধূ থেকে যেভাবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা হয়ে উঠেছিলেন  ◈ শহীদ জিয়ার পাশেই শায়িত হবেন খালেদা জিয়া ◈ আজ দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার আসবে প্রকল্পভিত্তিক কৃষি বাজেট

প্রিয়াংকা : [২] চলতি অর্থবছরের কৃষিতে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা যা মোট বাজেটের ২.৬৯ শতাংশ। জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশন শুরু হবে ১১ জুন।

[৩] কৃষি সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতার পর থেকে উৎপাদনমুখী বাজেট হওয়ায় কৃষিতে উৎপাদর বহুগুণ বেড়েছে। তবে করোনার মহামারী বুঝিয়েছে, শুধু উৎপাদন বাড়ালেই হবে না। গুরুত্ব দিতে হবে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থাকেও।

[৪] কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এবার কৃষিপণ্যের বিপণন, প্রক্রিয়াজাতকরণ, যান্ত্রিকীকরণে গুরুত্ব দিয়ে প্রকল্পভিত্তিক কৃষি বাজেট আসবে।

[৫] সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, বাণিজ্যিক কৃষির একটি পূর্বশর্ত হলো অবকাঠামোগতভাবে মার্কেটিং সিস্টেম থাকতে হবে যার অভাব বাংলাদেশে রয়েছে। আমরা মনে করি, মার্কেটিং ব্যবস্থাপণাকে পরিকল্পিতভাবে বাড়াতে হবে।

[৬] পাশাপাশি খাদ্য মজুদেও সক্ষমতা বাড়াতে হবে। আর এখাতে বরাদ্দ বাড়াতে হবে। গ্রামীণ ও শহরে বাজার পর্যায়ে গুদামের পরিমান বাড়াতে হবে যাতে কৃষকরা খাদ্যদ্রব্য সংরক্ষণ করে পর্যায়ক্রমে তা বিক্রি করতে পারেন।

[৮] কৃষি বিশ্লেষকরা বলছেন, কৃষিশিক্ষা, গবেষণা এবং সম্প্রসারনে যথাযথ সমন্বয় থাকলেও নেই কৃষজ কাঁচামাল ভিত্তিক শিল্প গবেষণা। ফলে বেড়েছে উৎপাদিত পণ্যের অপচয়। তাই এবারের বাজেটে কৃষি শিল্প গবেষণা প্রতিষ্ঠান নিয়ে আলাদা বাজেট চান তারা।

[৯] বিনিয়োগ বিশ্লেষক কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, এই বাজেটে একটা বিপ্লবী সিদ্ধান্ত সরকারের তরফ থেকে আসতে হবে। শিল্প গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করে আমাদের কৃষিতে মেগা বিনিয়োগ করে দারিদ্র্য, ক্ষুধা, বেকারত্ব নির্মূল করে পরিস্থিতির আমূল পরিবর্তন করা সম্ভব। সূত্র : চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়