শিরোনাম
◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও) ◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার আসবে প্রকল্পভিত্তিক কৃষি বাজেট

প্রিয়াংকা : [২] চলতি অর্থবছরের কৃষিতে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা যা মোট বাজেটের ২.৬৯ শতাংশ। জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশন শুরু হবে ১১ জুন।

[৩] কৃষি সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতার পর থেকে উৎপাদনমুখী বাজেট হওয়ায় কৃষিতে উৎপাদর বহুগুণ বেড়েছে। তবে করোনার মহামারী বুঝিয়েছে, শুধু উৎপাদন বাড়ালেই হবে না। গুরুত্ব দিতে হবে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থাকেও।

[৪] কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এবার কৃষিপণ্যের বিপণন, প্রক্রিয়াজাতকরণ, যান্ত্রিকীকরণে গুরুত্ব দিয়ে প্রকল্পভিত্তিক কৃষি বাজেট আসবে।

[৫] সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, বাণিজ্যিক কৃষির একটি পূর্বশর্ত হলো অবকাঠামোগতভাবে মার্কেটিং সিস্টেম থাকতে হবে যার অভাব বাংলাদেশে রয়েছে। আমরা মনে করি, মার্কেটিং ব্যবস্থাপণাকে পরিকল্পিতভাবে বাড়াতে হবে।

[৬] পাশাপাশি খাদ্য মজুদেও সক্ষমতা বাড়াতে হবে। আর এখাতে বরাদ্দ বাড়াতে হবে। গ্রামীণ ও শহরে বাজার পর্যায়ে গুদামের পরিমান বাড়াতে হবে যাতে কৃষকরা খাদ্যদ্রব্য সংরক্ষণ করে পর্যায়ক্রমে তা বিক্রি করতে পারেন।

[৮] কৃষি বিশ্লেষকরা বলছেন, কৃষিশিক্ষা, গবেষণা এবং সম্প্রসারনে যথাযথ সমন্বয় থাকলেও নেই কৃষজ কাঁচামাল ভিত্তিক শিল্প গবেষণা। ফলে বেড়েছে উৎপাদিত পণ্যের অপচয়। তাই এবারের বাজেটে কৃষি শিল্প গবেষণা প্রতিষ্ঠান নিয়ে আলাদা বাজেট চান তারা।

[৯] বিনিয়োগ বিশ্লেষক কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, এই বাজেটে একটা বিপ্লবী সিদ্ধান্ত সরকারের তরফ থেকে আসতে হবে। শিল্প গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করে আমাদের কৃষিতে মেগা বিনিয়োগ করে দারিদ্র্য, ক্ষুধা, বেকারত্ব নির্মূল করে পরিস্থিতির আমূল পরিবর্তন করা সম্ভব। সূত্র : চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়