এমরান পাটোয়ারী :[২] তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। উভয়ের বাড়ি ফেনী সদরে। আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
[৩] ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ফাজিলপুরের ষাটোর্ধ্ব একজন পুরুষ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। মৃত্যুর পর করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করতে গেলে তার ছেলে জানায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। সেখানে নমুনা সংগ্রহ করা করা হয়েছে।শনিবার রাতে তাদের মৃত্যু হয়।
[৪] একই সূত্র জানায়, ফেনীর ধলিয়ার অলিপুরের ৮০ বছরের এক বৃদ্ধ জ্বর, ডায়রিয়া নিয়ে রাতে হাসপাতালে আসে। ভর্তির পূর্বেই তিনি মারা যান।
[৫] আরএমও জানান, দুইজনেরই করোনা উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান