শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে মোটর সাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার ও ৪ টি মোটরসাইকেল উদ্ধার

রাজু চৌধুরী : [২] পুলিশ জানায়, শনিবার রাত অনুমান ০৮.৩০ ঘটিকায় তাদের গ্রেফতার করা হয়।

[৩] কিছুদিন পূর্বে মোটর সাইকেল চুরি সংক্রান্ত ২টি ঘটনার প্রেক্ষাপটে ডবলমুরিং মডেল থানায় দুইটি নিয়মিত মামলা রুজু করা হয়।

[৪] পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ ফারুক উল হক, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোহাম্মদ কামরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) শ্রীমা চাকমা, সিএমপি, চট্টগ্রাম এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশ পিপিএম(বার) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন, পিপিএম-সেবা এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/এইচ এম হারুনুজ্জামান রুমেল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় ডবলমুরিং মডেল থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য রায়হানুল রহিম রোনাল(১৯)’কে ডবলমুরিং মডেল থানাধীন দাইয়াপাড়া এলাকা হতে গ্রেফতার করেন।

[৫] গ্রেফতারকৃত আসামি রায়হানুল রহিম রোনাল(১৯) এর প্রদত্ত তথ্য মোতাবেক ডবলমুরিং মডেল থানা এলাকা সহ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোরাই চক্রের আরো ২ জন সক্রিয় সদস্য সোলায়মানুল করিম (২৭) ও সুজন নাথ (২৬)দ্বয়’কে বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন এলাকা হতে গ্রেফতার করা হয়।

[৬] গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য ও শনাক্ত মোতাবেক চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন চিকদাইর এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ১২/১১/১৯ এবং ১৮/০৫/২০ দুই ঘটনায় চোরাইকৃত ০২ টি মোটর সাইকেল ছাড়াও আরো ০২টি চোরাই মোটর সাইকেল সহ মোট ০৪টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়