শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ বাংলাদেশে মৃত্যুর রেকর্ড একদিনে ৪০, শনাক্ত ২৫৪৫ [২] ২৪ ঘণ্টায় ৪০৬ জনসহ মোট সুস্থ ৯৭৮১ জন (ভিডিও)

মহসীন কবির ও শরীফ শাওন : [৩] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৭ জন নারী। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫০ এবং শনাক্ত ৪৭ হাজার ১৫৩ জন। শনাক্ত মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

[৪] রোববার (৩১ মে) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব তথ্য জানিয়ে বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ৮, এবং অন্যান্য জেলার ৪ জন।

[৫] বয়স ভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন।

[৬] ডা. নাসিমা সুলতানা জানান, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ১২৬ জনসহ এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩ হাজার ১৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩৯১ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫ হাজার ৭৯৪ জন।

[৭] এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১২ ২২৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ১১৮৭৬ জনের। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৩০ জনের। শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়