শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] সেরাদের সেরা কুমিল্লা জিলা স্কুল

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] করোনায় বিপর্যস্ত জনজীবন। সেই সাথে মন খারাপ নিয়ে প্রায় তিন মাস ঘরবন্দি শিক্ষার্থীরা। তবে আজ রবিবার সকালেই সব মন খারাপ উধাও। এসএসসির ফলাফল প্রকাশ হয়েছে। কুমিল্লা বোর্ডে বেড়েছে পাশের হার। বেড়েছে জিপিএ-৫। আর সেই সাথে সেরাদের সেরা হয়েছে কুমিল্লা জিলা স্কুল।

[৩] কুমিল্লা শিক্ষাবোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মো: শহিদুল ইসলাম জানান, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন কুমিল্লা জিলা স্কুল থেকে ৩৭৯ জন পরীক্ষা দিয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৩৫২ জন। পাশের হার শতভাগ।

[৪] ভালো ফলাফলে উচ্ছ্বাসিত কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। করোনার কারনে জনসমাগম বন্ধে ওয়েবসাইটে এবং মোবাইলে ফলাফল প্রকাশ করা হয়েছে। তবুও আনন্দ প্রকাশ করতে বেশ কিছু শিক্ষার্থীকে চলে আসেন জিলা স্কুলের প্রিয় ক্যাম্পাসে। তবে তাদেরকে বাইরেই থাকতে হয়েছে।

[৫] ভালো ফলাফলে গত বছর চুটিয়ে উদযাপন করলেও এ বছর আনন্দ উদযাপন করতে পারছেন না শিক্ষার্থীরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শিক্ষার্থী ও অভিভাবকরা জানান দিচ্ছেন সফলতার কথা।

[৬] কুমিল্লা জিলা স্কুলের ভালো ফলাফলের বিষয়ে প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার জানান, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। তবে তার আগে একটি কথা বলেন প্রধান শিক্ষক রাশেদা আক্তার । তিনি জানান, ভালো ছাত্রদের অনেকেকর নাম হয়তো মনে নেই। তবে অপেক্ষাকৃত দূর্বল ছাত্রদের নাম পরিচয় সব মনে আছে শিক্ষকদের। কারন বিশেষ ক্লাশ করার মাধ্যমে দূর্বল শিক্ষার্থীদের পরিচয়টা সব শিক্ষকদের জানা হয়েছে। বিষয়টা সহজেই অনুমেয় কুমিল্লা জিলা স্কুলের ভালো ফলাফলের নেপথ্যর গল্পটা। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়