লাইজুল ইসলাম, সুজন কৈরি : [২] বিতর্ক যেনো ইউনাইটেড হাসপাতালের পিছু ছাড়ছেই না। আগুন লাগার পর থেকে একের পর এক বিবিধ বিষয় নিয়ে চলছে তাদের নিয়ে বিতর্ক। চিকিৎসা সেবা ভালো থাকা সত্ত্বেও আগুনে পুরে রোগি নিহতের ঘটনায় বিতর্ক এখন তুঙ্গে। এরই মধ্যে রোগি বের করে দেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে।
[৩] আগুনের ঘটনার পর ইউনাইটেড হাসপাতালে ভর্তী ছিলো ৮ জন কোভিট-১৯ এর রোগি। তাদের দুই জনের পরিবার অভিযোগ করেছেন, রোগিদের বের করে দেয়া হচ্ছে হাসপাতাল থেকে। তাদের চিকিৎসাও দেয়া হচ্ছে না।
[৪] এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালের যোগাযোগ ও ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান ডা. সাগুফা আনোয়ার বলেন, আমরা তো রোগিদের চিকিৎসা দেয়ার জন্যই ভর্তী করেছি। কিন্তু রোগির অবস্থা খারাপের দিকে যাচ্ছিলো। তাদের আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিলো। কিন্তু আমাদের আইসিইউ শয্যা খালি নেই। সেখানে আগে থেকেই রোগি আছে। তাহলে আমরা নতুন শয্যা কোথার থেকে দিবো।
[৫] ডা. সাগুফা আনোয়ার বলেন, আমরা চিকিৎসা দিয়েছি। কিন্তু যখন আইসিইউ সাপোর্ট দিতে পারছিলাম না তখন বলা হয়েছে অন্য হাসপাতালে নিয়ে যেতে। আমরা তো কোনো রোগিকে ঝুঁকিতে ফেলতে পারি না।