শিরোনাম
◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯, একদিনে রেকর্ড মৃত্যু ২৮, শনাক্ত ১,৭৬৪ [২] ২৪ ঘণ্টায় ৩৬০ জনসহ মোট সুস্থ ৯,৩৭৫

মহসীন কবির ও শরীফ শাওন : [৩] মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও তিনজন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৮ জনএবং অন্যান্য জেলার ১০ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৬ জন এবং বাড়িতে ২ জন।

[৪] শনিবার (৩০ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়ে বলেন, কোভিড-১৯ এ মোট মারা গেছেন ৬১০ জন। মোটা আক্রান্ত হয়েছেন ৪৪৬০৮ জন। গত ২৪ ঘণ্টায় ৫০টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ৯৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৯৭ হাজার ৫৪ জনের।

[৫] ডা. নাসিমা জানান, মৃতদের বয়স বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন।

[৬] তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৪৬৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫ হাজার ৫২৯ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৮৯০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়