ফাহমিদা তিশা : [২]পুলিশের তদন্তে জানা গিয়েছে অতিরিক্ত প্যারাসিটামল প্রয়োগে ২ সন্তানের জননী মিসেস লরা হিগিসনের মৃত্যু হয়েছিল যিনি নিউমোনিয়ার জন্য মারসিসাইড এর হিস্টন হাসপাতালে ভর্তি ছিলেন।
[৩]স্বামীর অভিযোগে মিসেস হিগিসনের ময়না তদন্ত করানো হলে সেখান থেকে জানা যায় যে অতিরিক্ত প্যারাসিটামল প্রয়োগের জন্যই তার মৃত্যু হয়েছিলো ।
[৪]২০১৭ সালের ৫ই এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৯ এপ্রিল তিনি মারা যান।
[৫] ময়না দন্ত প্রতিবেদন রিপোর্ট হাতে পাওয়ার পর তার স্বামী একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে হিস্টন হাসপাতালের বিপক্ষে মামলা দায়ের করেন যা ৩ বছর ধরে এখনো চলছে।এমনকি এখনো পর্যন্ত হাসপাতালের কোনো
কর্মী গ্রেপ্তার কিংবা ছাটাই করা হয়নি।
[৬]এই বিষয়ে এক পুলিশ সদস্য জানান, ,মামলাটি এখনো তদন্তাধীন আছে। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল