রিয়াজুর রহমান : [২] বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত চট্টগ্রাম সিভিল সার্জন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্ত ২২৯ জনের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ১৮৫ জন এবং বিভিন্ন উপজেলায় ৪৪ জন।এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৪২৯।
[৩] বিআইটিআইডিতে ৮৪টি নমুনা পরীক্ষায় ৩৬জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসু ল্যাবে ১০৬টি নমুনা পরীক্ষায় ৪২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭জন চট্টগ্রাম মহানগরীর এবং ২৫জন নগরীর বাইরের উপজেলাগুলোর।
[৪] চমেক এ ২৪৫ টি নমুনা পরীক্ষায় ১৩৯টি পজিটিভ এসেছে। তার মধ্যে ১৩২ টি মহানগরের ও ৭ টি উপজেলাগুলোর। অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।