শিরোনাম

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিকদের করোনা প্রতিষেধক ঔষধ প্রদান

রাজেশ গৌড় : [২] জেলার দুর্গাপুরে করোনা ইস্যুতে দায়িত্বে থাকা প্রশাসনের পাশাপাশি দুর্গাপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকগন মাঠে কাজ করছেন প্রতিনিয়ত। করোনা ইস্যুতে তাদের নিরাপত্তা ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সকলকে বিনামুল্যে ঔষধ প্রদান করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ ঔষধ প্রদান করেন বিসমিল্লাহ্ হোমিও সেন্টার এর স্বত্বাধিকারী ডা: মো. কামরুল ইসলাম।

[৩] করোনা প্রতিষেধক ঔষধ নিয়ে ডা: কামরুল বলেন, রোগ বুঝে ঔষধ প্রয়োগ করতে পারলে অনেক রোগই ভালো হয়ে যায় ইনশাহ্আল্লাহ। মানব দেহে করোনার লক্ষন দেখা দিলে বেশ কিছু ধরনের হোমিও ঔষধ প্রয়োগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ শরীরে যে লক্ষন গুলো দেখা দেয়, তার সদৃশ্য লক্ষন পর্যবেক্ষন করে হোমিও ঔষধ প্রয়োগে ইতোমধে সারাদেশে সফলতার প্রমান পাওয়া গেছে। করোনা সিমটমে ভারতীয় হোমিওপ্যাথিক বোর্ড এই ঔষধ সেবন করে ব্যপক সারা পাওয়ায় বর্তমানে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক পরিচালিত হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ গুলোতে বোর্ডের নির্দেশ ক্রমে রেজিষ্টার্ড হোমিও চিকিৎসকগন চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তিনি এই ঔষধের মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়