সুজন কৈরী : [২] কুরিয়ার সার্ভিসে খাদ্য সামগ্রীর আড়ালে দেড় কোটি টাকা মূল্যের হেরোইনগুলো পাচার হয়ে এসেছে বলে জানিয়েছে র্যাব। আটকরা হলেন- সৈবুর রহমান (৩২) ও নাজমা আক্তার (২৮)।
[৩] বৃহস্পতিবার সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে র্যাব-২।
[৪] ব্যাটালিয়নের কোম্পানীর কমান্ডার এসপি মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, আটকদেও কাছ থেকে ১ হাজার ৬৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। আটকরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পাঠানোর আড়ালে হেরোইন পাচার করছিল। জানা গেছে, তারা এলাকায় স্বামী স্ত্রী হিসেবে ভাড়া বাসায় থাকছিল। স্বামী রাজমিস্ত্রী ও স্ত্রী গার্মেন্টসে কাজ করে জানালেও প্রকৃত অর্থে তারা মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।