শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক, টিস্যু, গ্লাবস নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গাড়িতে উঠবেন, মালিক সমিতি

সুজিৎ নন্দী: [২] গণপরিবহন ও দূরপাল্লার বাসে চলাচলের ব্যাপারে ড্রাইভার, হেলপার, লাইনম্যান, কলারবয়সহ পরিবহন সংশ্লিষ্টদের পাশাপাশি যাত্রীদেরও মেনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই মুহুর্ত পর্যন্ত যাত্রীদের চলার পূর্ণাঙ্গ স্বাস্থ্য বিধি আমরা পায়নি। প্রতি ট্রিপের পরে গাড়ি পরিষ্কার করা হবে।

[৩] রাজধানীর ভেতরে যে বাসগুলো চলবে সে বাসে যাত্রী ওঠা ও নামার ক্ষেত্রে স্টপেজে ট্রাফিকের সাহায্য চাওয়া হবে। কালকের মধ্যেই আমরা স্বাস্থ্যবিধি জানিয়ে দিতে পারবো। বাস মালিক সমিতির সূত্র এথ্য জানা যায়।

[৪] বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন নেতা ও শ্রমিক নেতা জানান, টিকেট কেনার ক্ষেত্রে লাইনে নূন্যতম সাড়ে ৩ ফুট দূরে দাড়িয়ে কিনতে হবে। এসি বা নন এসি বাসের ক্ষেত্রে গাড়িতে ওঠার সময় অবশ্যই শরীরের তাপমাত্রা দেখা ৩২ সিটের গড়িতে ২০জন যাত্রী, প্রত্যেকে মাস্ক বাধ্যতা মূলক এবং হ্যান্ড গ্লাবস থাকতে হবে।

[৫] বাসের মধ্যে হ্যাঁচি বা ঘন ঘন কাঁশি দিলে অবশ্যই প্রতিবার টিস্যু ব্যবহার করতে হবে। ক্ষেত্র বিশেষে বাস কর্তৃপক্ষ টিস্যু সরবরাহ করবে। একবার ব্যবহারের পরে প্রতিটি বাসে ময়লা ফেলার বাস্কেট থাকবে। যাত্রীরা সেখানে ফেলবেন। আর অসুস্থ যাত্রীরা বাসের ওঠার আগে বললে সুপারভাইজার ও হেলপাররা সজাগ থাকতে পারবে।

{৬] বাস চলা শুরু আগেই সুপারভাইজার, হেলপাররা যাত্রীদের উদ্দেশ্যে ঘোষনা দেবেন, যাত্রীরা অস্বাস্থ্য কোন আচরন করবেন না যাতে অন্য যাত্রী বিব্রত বোধ করেন। কোন প্রকার অসুস্থতা বোধ করলে দ্রুত জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়