শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ক্রমাগত সাহায্য করে যাওয়া অক্ষয় কুমার এবার বলিউডপাড়ার ক্ষতিগ্রস্থ মানুষদের দিলেন ৪৫ লাখ টাকা

আক্তারুজ্জামান : [২] ফের মানবিকতার নিদর্শন দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। লকডাউনের মধ‍্যে কাজের অভাবে চরম দুর্দশায় পড়েছেন সিনেপাড়ার কলাকুশলীরা। এবার তাদের কথা ভেবেই সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের হাতে ৪৫ লক্ষ টাকা অনুদান তুলে দিলেন অভিনেতা। খবর : জিনিউজ ও বাংলা হান্ট।

[৩] সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে অক্ষয়ের এই অনুদানের কথা। এর ফলে প্রায় ১৫০০ দৈনন্দিন আয়ের শ্রমিক উপকৃত হয়েছেন। ওই শ্রমিকদের ব‍্যায়ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে জমা দেয়া হয়েছে।

[৪] এর আগে করোনা মোকাবিলায় মুম্বাই পুলিশ ফাউন্ডেশনকে ২ কোটি টাকা অর্থ সাহায‍্য করেন অক্ষয়। বারংবার নানাভাবে করোনা যুদ্ধে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা।

[৫] তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিল পিএম কেয়ারসে ২৫ কোটির অনুদান দিয়েছিলেন অক্ষয়। শুধু তাই নয়, ২৫ কোটির পর আরও তিন কোটি টাকা করোনা মোকাবিলায় আর্থিক সাহায‍্য করেন বলিউডের ‘খিলাড়ি কুমার’।

[৬] তারপর থিয়েটার কর্মীদের জন‍্যও সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয়। লকডাউনে তাদের দুর্দশার কথা শুনে চলতি মাসের বেতনের ব‍্যবস্থা করেছেন অভিনেতা।

[৭] সম্প্রতি করোনা মোকাবিলায় পুলিসকর্মীদের হাতে বিশেষ রিস্ট ব‍্যান্ড তুলে দেন অক্ষয় কুমার। করোনা আক্রান্ত কোনও ব‍্যক্তি কাছাকাছি থাকলেই এই বিশেষ রিস্ট ব‍্যান্ড সতর্ক করে দেবে। ফলে করোনার সঙ্গে যুদ্ধে আরও সুরক্ষিত থাকতে পারবেন পুলিসকর্মীরা।

[৮] এছাড়াও একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে অসহায় মহিলাদের জন‍্য স‍্যানিটারি ন‍্যাপকিন দেওয়ার বন্দোবস্তও করেন আক্কি। সেই সঙ্গে অন‍্যদেরও এগিয়ে আসার জন‍্য আবেদন জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়