খোকন আহমেদ , বরিশাল : [২] ঈদের ছুটিতে বরিশালে নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে চিকিৎসক, সেবিকা ও পুলিশ সদস্য রয়েছেন। শেবাচিম হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে নতুন এসব রোগী শনাক্ত হয়। এনিয়ে বরিশালে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৪ জন।
[৩] বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্তদের মধ্যে শেবাচিম হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক, একজন সেবিকা, জেলা সিভিল সার্জন কার্যালয়ের একজন সেবিকা ও মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য রয়েছেন।
[৪] এছাড়া অন্যান্যরা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন আক্রান্তদের অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ