মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম: [২] চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী চট্টগ্রাম নগরীতে পত্রিকা, টেলিভিশন, নিউজ অ্যাজেন্সি এবং অনলাইন পোর্টালে কমর্রত ১৩ জন সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকও রয়েছে।
[৩]বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম থেকে স্বাস্থ্যকর্মী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন গণমাধ্যমকর্মীরা। যার কারণে গণমাধ্যমকর্মীরাও করোনায় আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। তারা গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা আইসোলেশন সেন্টার স্থাপন, প্রেস ক্লাবে করোনার নমুনা সংগ্রহের জন্য বুথ বসানো এবং সরকারের পাশাপাশি মালিক পক্ষ থেকেও গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়ানোর বাদি জানান।
[৪] বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, গণমাধ্যমকর্মীদের বসে থাকার কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত তারা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছে। যার কারণে চট্টগ্রামে গণমাধ্যমকর্মীরা করোনায় আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই আমি মনে করি তথ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে চট্টগ্রামে একটি পৃথক আইসোলেশন সেন্টার থাকা প্রয়োজন।
[৫] চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, এনজিও সংস্থা ব্র্যাকের সহায়তায় নগরীতে ১২টি বুথ বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর মধ্যে একটি বুথ প্রেস ক্লাবে বসানো হবে। এছাড়াও নগরীতে গণমাধ্যমকর্মীদের একটি আইসোলেশন সেন্টার তৈরির বিষয়ে আমরা কাজ করছি। এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হচ্ছে।
[৬] চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, চট্টগ্রামে পত্রিকা, টেলিভিশন, নিউজ অ্যাজেন্সি এবং অনলাইন পোর্টালে কমর্রত গণমাধ্যমকর্মীরা যাতে নিজেকে সুরক্ষিত রেখে দায়িত্ব পালন করতে সেই জন্য আমরা বিভিন্ন উদ্যোগ করেছি।
[৭] সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন গণমাধ্যমকর্মীরা। তাই তাদের বিভিন্ন ভাবে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করছি আমরা। সম্পাদনা : জেরিন আহমেদ