প্রিয়াংকা : [২] লক ডাউনে বন্ধ বিয়ে, সভা-সেমিনারসহ সব ধরনের অনুষ্ঠন। থমকে আছে রাজধানীসহ দেশের কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলগুলো। জীবিকার অনিশ্চয়তায় এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট কমকর্তা-কর্মচারীরা, একইসঙ্গে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে প্রতিষ্ঠানগুলো।
[৩] শূন্য বর-কনের আসন, ধুলো জমেছে রান্নার হাড়ি পাতিলে। করোনায় থমকে গেছে রাজধানীসহ দেশের বেশিরভাগ কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলগুলো।
[৪] বিয়ে-শাদী, সভা-সেমিনার, নানা ধরনের অনুষ্ঠনে সারা বছর জমজমাট থাকা হলগুলোতে এখন সুনশান নীরবতা। গেলো দু’মাস আলোও জ্বলেনি অনেক প্রতিষ্ঠানে। বছরজুড়ে বুকিং দেয়া সবধরনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সূত্র : চ্যানেল ২৪