শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সাথে মহ‌সিন নাকভির বৈঠক শেষ, সিদ্ধান্ত শুক্রবার অথবা সোমবার ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ ◈ ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা ◈ খিলক্ষেতে এনসিপি প্রার্থী আরিফুলের জনসংযোগে হামলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপীয়দের জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে জার্মানি

মুসা আহমেদ: [২] করোনায় ধসে যাওয়া পর্যটনখাত বাঁচাতে ইতিবাচক পদক্ষেপ নিতে যাচ্ছে জার্মানি। ইউরোপীয় অঞ্চলের পর্যটকদের জন্য ভ্রমণে বিধিনিষেধ উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের শীর্ষ অর্থনীতির এ দেশটি। রয়টার্স

[৩] বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। তিনি বলেন, ইউরোপীয়দের জন্য ভ্রমণে ১৫ জুন থেকে কোন প্রকার বিধিনিষেধ থাকছে না। তবে তুরস্কসহ অন্যান্য দেশগুলোর ভ্রমণের নির্দেশনা বিষয়ক সিদ্ধান্ত পরে জানাবে দেশটির রাজধানী বার্লিন।

[৪] দেশটির এক সরকারি সূত্র রয়টার্সকে জানায়, ইউরোপের সদস্যভুক্ত দেশগুলো ছাড়াও ব্রিটেন, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিস্টেনস্টাইনের পর্যটকদের জন্যও এ বিধিনিষেধ থাকছে না। তবে ভ্রমণের পূর্বে বিদেশি পর্যটকদের জন্য কিছু বিশেষ পরামর্শ জুড়ে দেবে জার্মান সরকার।

[৫] দেশটির মন্ত্রিপরিষদের ভাষ্যমতে, আগামী সপ্তাহের মধ্যেও বিদেশি পর্যটকদের ভ্রমনবিষয়ক কিছু নির্দেশনার আনুষ্ঠানিক অনুমোদন দেবে সরকার। ইতিমধ্যে করোনা মোকাবেলায় ডাকা লকডাউন কয়েকটি ধাপে শিথিল করছে দেশটি।

[৬] দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬২ হাজার ৮০০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়