শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌসুমীর লাশ উদ্ধার করে মর্গে পাঠালো তাজহাট থানা পুলিশ

শাহীন খন্দকার :[২] গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন রংপুরের মেয়ে মৌসুমী আক্তার। গত বৃহস্পতিবার অসুস্থতা অনুভব করলে যানবাহনের অভাবে ট্রাকের পেছনে করে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে পথিমধ্যে কোন এক সময় ট্রাকেই মারা যায় সে। ট্রাকচালক বিষয়টা টের পেরে রংপুরের তাজহাট নামক এলাকায় এসে মৃতদেহ রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায় ।

[৩] এর পর স্থানীয় জনতার খবরে অজ্ঞাত হিসেবে তাজহাট থানা পুলিশ মৌসুমীর লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন শুক্রবার খবর পেয়ে মৌসুমির বাবা গোলাম মোস্তফা তাজহাট থানায় গিয়ে মেয়ের লাশ শনাক্ত করে বুঝে নেয়। এরপর নিজ গ্রামে লাশ দাফনের জন্য মৌসুমীর পিতা টেলিফোনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতি চাইলে, চেয়ারম্যান ওই মরদেহ করোনায় আক্রান্ত সন্দেহে দাফনের অনুমতি না দিয়ে লাশ পুড়িয়ে ফেলার হুমকি দেয় ।

[৪] নিরূপায় হয়ে হতভাগ্য পিতা মেয়ের মরদেহ দাফন করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার লাশবাহী গাড়ির জনৈক চালকের সাথে ৫ হাজার টাকা চুক্তি করে তাকে লাশসহ সকল দায়িত্ব বুঝিয়ে দেন। গাড়ির চালক মরদেহ দাফনের আশ্বাস দিয়ে গোলাম মোস্তফাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে মরদেহটিকে কিছুদূরের তিস্তা নদীতে ফেলে দেয়।

[৫] দুই দিন পর মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন গ্রামের স্থানীয় জনতা তিস্তা নদীতে লাশ সন্ধেহে ভাসমান বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আদিতমারী থানা পুলিশ সরকারি ব্যাগে মোড়ানো মৌসুমির আধপঁচা লাশ পুনরায় উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়