মুসা আহমেদ: [২] নতুন প্রযুক্তি অবকাঠামোতে ৭০ বিলিয়ন ডলার বিনিযোগ করতে যাচ্ছে চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট। এ অবকাঠামোতে থাকছে ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাসহ বেশকিছু কার্যক্রম। মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। রয়টার্স
[৩] প্রযুক্তি খাতে ক্লাউডসহ সফটওয়্যার সেবা চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় গেলো মাসে এ প্রতিষ্ঠানকে বিনিয়োগের আহ্বান জানায় বেইজিং। ওই আহ্বান সাড়া দিয়েই এ ঘোষণা দিলো টেনসেন্ট। এ ঘোষণার পরপরই শেয়ার সূচকে লাফ দিয়েছে টেনসেন্ট। বেড়েছে সূচকে ২.৫ শতাংশ।
[৪] এ বিষয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী সহ-সভাপতি ডাউসন টাঙ্গ বলেন, বিনিযোগের আওতায় থাকছে ব্লকচেইন, সার্ভার, বড় ডেটা সেন্টার, সুপার কম্পিউটার কেন্দ্র, ইন্টারন্টে অপারেটিং, সিস্টেম, ফাইভ জি নেটওয়ার্কিং ও কোয়ান্টাম কম্পিউটিং। নতুন এ অবকাঠামোগত কৌশল করোনাভাইরাসের বিস্তার রোধে সহায়তা করবে বলে আশা করি।
[৫] তিনি বলেন, উইচ্যাট ম্যাসেজিং অ্যাপসহ বেশ কিছু জনপ্রিয় গেম উদ্ভাবণের কারণে বেশ জনপ্রিয় টেনসেন্ট। গ্রাহকদের ইন্টারনেট ধীরগতিসম্পন্ন হওয়ায় প্রতিষ্ঠানটির অধিকাংশ কম্পিউটার দিয়ে ক্লাউড ব্যবসা শুরু করা হয়েছে।
[৬] এ বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, করোনা মহামারীর কারণে প্রতিষ্ঠানটির ক্লাউড ব্যবসায় বড় ধস নেমেছে। স্থায়ীভাবে সরকারি সেবাখাতসহ অফলাইন শিল্প প্রতিষ্ঠানে যাতে ব্যবসাকে সম্প্রসারিত করা যায়, সেই আশা দেখছে টেনসেন্ট।