কূটনৈতিক প্রতিবেদক : [২] কানাডায় বাংলাদেশিদের সংগঠন ‘প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ’ (পিডিআই) এ আইন বাতিলের দাবি জানিয়েছে।
[৩] রোববার বিকেলে আয়োজিত এক অনলাইন সভায় এ দাবি তুলে সংগঠনটি। এতে সংগঠনটির ৪০ জনেরও বেশি সদস্য অংশ নেন।
[৪] সভায় কানাডাসহ প্রবাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের জন্য শোক প্রকাশসহ বাংলাদেশ সরকারের কাছে জনগণের সামাজিক সুরক্ষা বাড়ানোর আহ্বান জানানো হয়।
[৫] মহামারী-উত্তর পৃথিবীর সামাজিক-অর্থনৈতিকসহ নানা বিষয়ে আলোকপাত করেন পিডিআই সংগঠক টিটু খন্দকার।
[৬] সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎরঞ্জন দে সভাপতিত্ব করেন।