শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়ছে গভীর সমুদ্রের উষ্ণতা, চলতি শতাব্দীতে সাত গুণ বাড়বে জলবায়ু পরিবর্তন

লিহান লিমা: [২] নতুন এক গবেষণায় বলা হয়েছে, এই শতাব্দীর দ্বিতীয়ার্ধ নাগাদ সমুদ্রের তলদেশের জলবায়ু পরিবর্তন সাত গুণ বৃদ্ধি পাবে। গবেষকরা আরো জানিয়েছেন, যদি গ্রীন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসও পায় তারপরও জলবায়ু পরিবর্তন অক্ষুন্ন থাকবে। দ্য গার্ডিয়ান

[৩] এই গবেষণায় উঠে আসে, বৈশ্বিক উষ্ণতা সমুদ্রের প্রাণী ও জীববৈচিত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। জলবায়ু পরির্তনের এই প্রভাব পড়েছে প্রাণীকুলের ভারসাম্যতার ওপর। এই গবেষণায় বিজ্ঞানীরা জলবায়ু উষ্ণতার ওপর প্রাণীদের জীবনবৈচিত্র নির্ণয়ের চেষ্টা করেন। কোন প্রাণী কোন তাপমাত্রায় টিকে থাকতে পারে তা দেখেন গবেষকরা। এতে দেখা যায় সমুদ্রের স্তরের বিভিন্ন স্থানের তাপমাত্রা অনুযায়ী প্রাণীরা নিজেদের অবস্থান বেছে নেয়।

[৪] এই গবেষণা ন্যাচার ক্লাইমেট জার্নালে প্রকাশিত হয়। এতে দেখা যায় গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বেড়ে যাওয়ার কারণে সমুদ্রের তলদেশের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে তিন ধাপে এর আরো পরিবর্তন ঘটবে। এখন থেকেই তাপমাত্রা বৃদ্ধির যে প্রভাব সৃষ্টি হয়েছে তা এই শতব্দীর মধ্যভাগে আরো বৃদ্ধি পাবে এবং তৃতীয় মাত্রার অবস্থা সৃষ্টি হবে ২১০০ সালে।

[৫]হোকাইডো বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিশারদ ও এই গবেষণার সহ-লেখক প্রফেসর জোর্গি গার্সিয়া মোলিসন বলেন, আমাদের গবেষণা বলছে গভীর সমুদ্রের জীববৈচিত্র মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমান অবস্থার কারণে ইতোমধ্যে সমুদ্রের তলদেশের প্রাণীরা নিজ জায়গা থেকে আরো ৪ কিলোমিটার গভীরে বাস করতে বাধ্য হচ্ছে। এটি অব্যাহত থাকলে প্রতি দশকে ৬ কিলোমিটার ও এই শতাব্দীর দ্বিতীয়ার্ধে ৫০ কিলোমিটারে পৌঁছবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়