শিরোনাম
◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ২৬ মে, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাই বোনকে ঈদের কাপড় দিতে না পারায় পটিয়ায় নববধূর আত্মহত্যা

গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম) : [২] চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের দক্ষিণ হাঈদগাঁও এলাকার জেসমিন আক্তার (১৯) নামের এক নববধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। দক্ষিণ হাঈদগাঁও এলাকার গুচ্ছ গ্রামের ভাড়া বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

[৩] দুই ভাই বোনকে ঈদে জামা উপহার দিতে চেয়েছিলেন বড় বোন । বড় বোনের বিয়ে হয়েছে এক মাস আগে অভাবের সংসার হলেও ঈদকে সামনে রেখে স্বামী জিয়াউর রহমান কাছে নববধূ চাওয়া ছিল তার দুই ভাই-বোনসহ নিজের কাপড়। কিন্তু স্বামী জিয়াউর নববধূকে ঈদের শাড়ি কিনে দিলেও অভাবের কারণে নববধূর চাওয়া পূরণ করতে পারেন নি।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, ১ মাস আগে কক্সবাজার জেলার জিয়াউর রহমানের সাথে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের সুমনের মেয়ে জেসমিন আকতারের বিয়ে হয়। জিয়াউর পটিয়াতে দিনমজুরের কাজ করায় ভাড়া বাসা নিয়ে থাকেন হাঈদগাঁও গ্রামে।

[৫] দিনমজুরের কাজ করে নববধূকে নিয়ে মোটামুটি ভালো ভাবেই দিন কাটছিল জিয়াউর। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দিনমজুরের কাজ করতে না পারাই আর্থিক সংকটে পড়ে জিয়াউর।

[৬] পটিয়া থানার এসআই নুরুল আমিন বলেন, শোয়ার ঘরের কক্ষ থেকে গলায় নতুন শাড়ির আঁচল প্যাচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেকে পাঠানো হয়েছে। স্ত্রীর ইচ্ছা ছিল তার ছোট ভাই-বোনকে ঈদের কাপড় কিনে দেওয়ার। কিন্তু স্বামী ইচ্ছা পূরণ না করাতে স্বামীর প্রতি অভিমান করে আত্মহত্যা করেছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়