বিশ্বজিৎ দত্ত : [২] সিঙ্গাপুরের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও জাতীয় মেডিসিন একাডেমীর এক যৌথ গবেষণায় বলা হয়েছে, ১১ দিন পরে কোন ব্যক্তির শরিরে পরীক্ষায় পজেটিভ এলেও সমস্যা নেই। সূত্র : আল আরাবিয়া
[৩] গবেষণায় বলা হয় ১১ দিন পর ভাইরাসটি সংক্রমিত করার ক্ষমতাও হারায়। এতদিন রোগীদের পরীক্ষার মাধ্যমে নেগেটিভ এলে কোভিড মুক্ত ঘোষণা করা হতো। এই গবেষণার পর সিঙ্গাপুরের হাসপাতালগুলো ১১দিন পওে রুগীদের উপসর্গ কমে গেলে ছাড় করে দিচ্ছে।