শিরোনাম
◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরলে প্রথম করোনা বিজয়ী নারী সালেহা আক্তারকে ফুলেল শুভেচ্ছা 

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি [২] দিনাজপুরের বিরল উপজেলার প্রথম করোনা বিজয়ী নারী সালেহা আক্তার (৩৫)। তিনি বিরল উপজেলার চক কাঞ্চন বাইসা পাড়া এলাকার বাসিন্দা এবং বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী হিসাবে কর্মরত আছেন।

[৩] গত ৮ তারিখে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করে তার কোভিট-১৯ পজেটিভ আসে। এরপর তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে বিরল উপজেলা স্বাস্থ্য প্রশাসনের তত্ববোধানে চিকিৎসা নিচ্ছিলেন। ফলে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার বাসায় উপস্থিত হয়ে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে করোনা মুক্তির সনদ পত্র, ফুলেল শুভেচ্ছা এবং সমাজসেবা অধিদপ্তেেরর পক্ষ থেকে উপহার সামগ্রী তাকে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বৈশাখী, বিরল করোনা ফোকাল পারসন ডা. মো. সামিউল ইসলাম সবুজসহ প্রমূখ।

[৪] করোনা ফোকাল পার্সন ডা. মো. সামিউল ইসলাম সবুজ জানান, এ পর্যন্ত বিরল উপজেলার অধিবাসীদের মধ্যে মোট ১৫ জনের মধ্যে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২ জন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং বাকি ১০ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎস্যা নিচ্ছেন। সুস্থ হয়েছেন ১জন । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়