শিরোনাম
◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা 

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদির সাথে মিল রেখে আজ দেশের বিভিন্ন এলাকায় হচ্ছে ঈদ উদযাপন

মহসীন কবির :  [২] বরিশাল, চাঁদপুর, ফরিদপুর, শরীয়তপুর, লালমনির হাটের কালিগঞ্জ, পটুয়াখালী, চট্টগ্রামের ৭ উপজেলা, লক্ষ্মীপুরের ১১ গ্রামসহ বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপন করছে মানুষ।  ঈদের নামাজও আদায় তারা। সামাজিক দূরত্ব বজায় রেখে পড়া হয় ঈদের নামাজ। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

[৩] বরিশাল বিভাগের কয়েকটি স্থানে লক্ষাধিক মানুষ ঈদ-উল-ফিতর উদযাপন করছে। সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কাউকে কাউকে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা গেলেও অনেকেই মানেন নি।

[৪] দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। সকালে সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

[৫] চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ ৫ উপজেলার প্রায় ৪০টি গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকাল সোয়া ৯ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

[৬] ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। নামাজ শেষে তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করে একে অপরের সাথে সৌহার্দ বিনিময় করেন।

[৭] শরীয়তপুরের ৩০ গ্রামের প্রায় ১০ হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে। সকাল ৯টায় ও ১০টায় ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হয়। সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা প্রতিবছর এই জামাতে অংশ নিলেও এ বছর উপস্থিতি কম ছিল। এদিকে, নারীদের ঈদের জামাতে মানা হয়নি কোনও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি।

[৮] মাদারীপুরের ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করেছে। এবার করোনার কারণে দুটি মসজিদে সকাল ৯টায় একই সাথে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

[৯] দিনাজপুরের সদর, চিরিরবন্দর, কাহারোল উপজেলার কয়েকটি এলাকায় ঈদুল ফিতর উদযাপন করছে প্রায় ২ হাজার পরিবার। এছাড়া বরগুনার ১৫টি, পিরোজপুরের ১০টি এবং পটুয়াখালীর ২৫টি গ্রামের কয়েকশ পরিবার উদযাপন করছে ঈদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়