সোহরাব হোসেন : [২] শ্যামনগর উপজেলায় এই প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ায় রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে।
[৩] গতকাল শনিবার রাত্র ০৮ টায় উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামে আব্দুল হান্নান এর পুত্র ওবাইদুল্লাহ(২৮), করোনা পজেটিভ পাওয়ায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, শ্যামনগর থানার কুইক রিসপন্স টিম এর সদস্য অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী, এসআই (নিঃ) মোঃ খবির হোসেন, কং-মোঃ পলাশ, মোঃ আরমান হোনেন, রাজু, নারী কং- ফাতেমা খাতুন উপস্থিত হয়ে বাড়িটি লক ডাউন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
[৪] করোনা রোগীর চিকিৎসার সমস্ত ব্যবস্থা করবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা। সম্পাদনা : জেরিন আহমদ