শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ২৪ মে, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমের লাইভ আড্ডায় মুশফিকুর রহিম, শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রান আমার কাছে স্পেশাল

নিজস্ব প্রতিবেদক : [২] ২০০৫ সালের ২৬ মে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। এরপর কেটে গেছে প্রায় ১৫ টি বছর। কিছুদিনের ভেতর মুশফিক অতিক্রম করবেন বাংলাদেশ দলের হয়ে খেলার ১৫তম বছর।

[৩] এই দীর্ঘ সময়ে মুশফিক খেলেছেন ৭০টি টেস্ট, ২১৮টি ওয়ানডে এবং ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচ। ঝুলিতে পুরেছেন ১৪টি শতক এবং ৫৯টি অর্ধশতক। যার ভেতর রয়েছে টেস্টে ২১৯ এবং ওয়ানডেতে ১৪৪ রানের দুর্দান্ত দুটি ইনিংস।

[৪] এতো সব ইনিংসের ভেতর মুশফিক আত্মতুষ্টি পেয়েছেন কেবলমাত্র একটি ইনিংসেই। ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫০ বলে ১৪৪ রানের ইনিংসটিতে। সেই ম্যাচে মুশফিকের ১৪৪ রানে ভর করে লঙ্কানদের ২৬২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে ১৩৭ রানের বড় জয় দিয়ে এশিয়া কাপের আসর শুরু করেছিল টাইগাররা। সম্প্রতি জাতীয় দলের ওয়ানডে ওপেনার তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে মুশফিক এ কথা জানান।

[৫] মুশফিক বলেন, ১৪৪, যেটা আমি শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলাম। ওটা আসলে অন্যরকম স্পেশাল আমার কাছে। অনেক প্রতিকূলতা ছিলো, আমার শরীরও ঠিক ছিলো না। ইনজুরি ছিলো। কন্ডিশন ভালো ছিল না। আসলে সব কিছু মিলিয়ে ওটা আমার কাছে অন্যরকম স্পেশাল একটি ইনিংস। কিন্তু জাতীয় দলের ওয়ানডে দলপতির মতে মুশি তাঁর সেরা ইনিংসটি খেলেছিলেন ২০১২ সালে এশিয়া কাপে ভারতের বিপক্ষে।

[৬] তামিম এ প্রসঙ্গে বলেন, 'আমি যদি বলতাম তোর (মুশফিক) হয়ে, সেটা হতো ২০১২ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে খগেলা ইনিংসটি। ওই যে তুই দুইটা ছয়, তিনটা চারটা চার মারলি। আমার কাছে মনে হয় ওটা অন্যরকম ইনিংস ছিলো তোর।- সূত্র, ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়