ইসমাঈল আযহার: [২] সৌদি আররের বাদশা সালমান বিন আব্দুল আজিজ দেশের প্রধান দুই মসজিদ হারাম শরীফ ও মসজিদে নববীতে ঈদুল ফিতরের নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন। ডেইলি পাকিস্তান, বিবিসি আরবি
[৩] সৌদি সরকার দেশের অন্য সব মসজিদে ঈদুল ফিতরের নামাজ নিষিদ্ধ ঘোষণা করে জনসাধারণকে ঈদুল ফিতরের নামাজ ঘরে আদায়ের অনুরোধ জানিয়েছে। তবে মসজিদ থেকে তাকবিরে তাশরীক প্রচার করার অনুমতি দিয়েছেন। আগামীকাল রোববার ঈদুল ফিতর উৎযাপন করবে আরব বিশ্ব।
[৪] মসজিদুল হারামের প্রধান ইমাম শাইখ আব্দুর রহমান আস সুদাইস জানিয়েছেন, এই দুই মসজিদে ঈদের নামাজের অনুমতি দিলেও জনসাধারণের জন্য নামাজে অংশগ্রহণ নিষিদ্ধ রাখা হয়েছে। দুই মসজিদের কর্মীরা নামাজে অংশ নিতে পারবেন। হারামাইন শরীফাইনকে করোনা মহামারি থেকে মুক্ত রাখতে সাধারণ নাগরিকদের নামাজের অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি বলেও জানান তিনি।