শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ২৪ মে, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জরিমানা ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধের সময় আরও ১ মাস বাড়লো

আবুল বাশার নূরু: [২] জরিমানা ছাড়াই ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল এই তিন মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে আরও এক মাস সময় বাড়ানো হয়েছে। এই তিন মাসের বিল আগামী ৩০ জুন এর মধ্যে গ্রাহকরা পরিশোধ করতে পারবেন।

[৩] শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

[৪] এতে বলা হয়, মহামারী করোনাভাইরাসের কারণে বর্তমানে অনেক গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং দেখে বিদ্যুৎ বিল তৈরি করা সম্ভব হচ্ছে না। গ্রাহক ও বিদ্যুৎ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ গ্রাহকদের আগের মাসের অথবা পূর্ববর্তী বছরের একই সময়ের বিলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাক্কলিত বিল দেওয়া হচ্ছে। প্রাক্কলিত বিলের সঙ্গে গ্রাহকের প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কম/বেশি অথবা কোনো অসামঞ্জস্য দেখা গেলে পরের মাসের বিলের সঙ্গে তা সমন্বয় করা হবে। কোনো অবস্থাতেই ব্যবহৃত বিদ্যুতের বেশি বিল গ্রাহককে পরিশোধ করতে হবে না।

[৫] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার এরইমধ্যে করোনা সংক্রমণের বিস্তার রোধে গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ২০২০ সালের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফ করেছে। ফলে বিলম্ব মাশুল ছাড়াই ৩০ জুনের মধ্যে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বিদ্যুত বিল পরিশোধ করতে পারবেন।

[৬] বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে জানানোর কথা বলা হয়েছে। ব্যাংকে বিল পরিশোধের পাশাপাশি সুবিধা অনুযায়ী বিকাশ কিংবা নিজস্ব বুথ অথবা মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়