জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : [২] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া বৃদ্ধ আঃ লতিফ খন্দকার (৭২) জানাযা ও দাফন সম্পূর্ণ হয়েছে।
[৩] শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাইঠা চলাভাঙ্গা গ্রামে নিহতের বাড়ীতে করোনা প্রটোকল মেনে তার জানাযা ও দাফন কাজ সম্পূর্ণ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও আমতলী থানা পুলিশের উপস্থিতিতে জানানা ও দাফন কাজ সমাপ্ত হয়।
[৪] উল্লেখ্য আজ (শনিবার) সকাল সারে ৮ টায় দিকে করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ আ.লতিফ খন্দকার মৃত্যুবরণ করেন।
[৫] উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ব্যক্তির জানাযা ও দাফন করোনা প্রটোকল মেনে সম্পূর্ন হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ