শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেড় মাসের বেশি সময় হাসপাতালের কেবিনে জি কে শামীম

সুজিৎ নন্দী: [৩] অস্ত্র ও মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের দিন কাটছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন কেবিনে। গুরুতর রোগী না হলেও প্রায় ৫০দিন ধরে আরামে দিন কাটছে অভিযুক্ত এ আসামির।

[৪] তবে চিকিৎসকরা বলছেন, তার ডায়াবেটিস আছে। তিনি ডায়াবেটিসের ওষুধ নিয়ে থাকেন। প্রেশারের ওষুধও খান তিনি। আরও কিছু বিদেশি ওষুধ তিনি নিয়ে থাকেন আর সেক্ষেত্রে দেখা যায় সেগুলো বেশিরভাগই সিঙ্গাপুরের ওষুধ। এক্ষেত্রে কিছু ক্যালসিয়ামের ওষুধও খেয়ে থাকেন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছে অর্থোপেডিক্স বিভাগের অধীনে।

[৫] গত ৫ এপ্রিল বিএসএমএমইউতে ভর্তি হন ৫৫ বছর বয়সী শামীম। হাসপাতালের আবাসিক চিকিৎসক ও ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাসান ইমামের স্বাক্ষরিত রোগীর ব্যবস্থাপনাপত্রে জি কে শামীমকে ভর্তি করা হয়। ব্যবস্থাপনাপত্রে কোনো রোগের নাম উল্লেখ করা না থাকলেও জি কে শামীমকে অর্থোপেডিক্স বিভাগের অধীনে ভর্তি করা হয়।

[৬] একজন অর্থোপেডিক্স চিকিৎসক আরও জানান, জি কে শামীমের পুরনো একটা ফ্যাকচার আছে হাতের ডান পাশের হিউমেরাসে। এই সমস্যা উনার আগেও ছিল। তবে এটার জন্য এখন হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। এর জন্য এই করোনা পরিস্থিতিতে হাসপাতালের প্রিজন কেবিনে ভর্তি থাকতে হবে এমন কিছু হয়নি তার। এখনই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করতে হবে এমন কোনো রোগ নেই তার।

[৭] অর্থোপেডিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী জানান, উনি ভর্তি হওয়ার পরেও করোনা সংক্রান্ত সমস্যা শুরু হয়ে যায়। বর্তমান অবস্থায় উনার ডায়াবেটিস আনকন্ট্রোলড অবস্থায় আছে। তার পরেও কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। এই সময়ে আসলে আমরা রুটিন কেইস তেমন করছি না। ঈদের পর আমরা শুরু করব। তখন প্রথম তারিখেই আমরা তাকে হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেব। ঈদের পরে রুটিন কেস শুরু হলে সবার আগেই তার বিষয়টা দেখা হবে।

[৮] আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে চালানো ক্যাসিনোবিরোধী অভিযানের সময় বিতর্কিত এই ঠিকাদার জি কে শামীম আলোচনায় আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়