বিশ্বজিৎ দত্ত : [২] প্রধানমন্ত্রী নুয়েন জুয়েন গতকাল বৈঠক করেছেন, ভিয়েতনামের ব্যবসায়ী ও বিনিয়োগ সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে, দৈনিক বিয়েতনাম নিউজ।
[৩] সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, তথ্য ও প্রযুক্তিখাতে বরাদ্দ বৃদ্ধি, উচ্চপ্রযুক্তির শিল্প স্থাপন, বৈদ্যুতিক যন্ত্রাংশ, ই কমার্স লজিস্টিক ও খচরা যন্ত্রাংশ উৎপাদনে।
[৪] লকডাউনে ভিয়েতনামের রাজস্ব ক্ষতি হয়েছে ২০ শতাংশ। তবে আগামী কয়েকমাসে তাদের শিল্প উৎপাদন ৩০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ২০২০ সালে তাদেও জিডিপির হার ৫ শতাংশই থাকবে বলে মনে করছে।
[৫] বিনিয়োগকারীরা যাতে তাৎক্ষণিক উৎপাদনে যেতে পাওে এরজন্য রেডিমেট ইন্ডাস্ট্রি তৈরী করা হচ্ছে। উত্তরভিয়েতনামে ২ মিলিয়ন ও দক্ষিণে আড়াই মিলিয়ন স্কায়ার মিটার রেডিমেট ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়েছে। বিশেষ করে ই কমার্সের পণ্য রাখার ওয়ারহাউজের চাহিদা বৃদ্ধি পেয়েছে এই সময়ে।