শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ২১ মে, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সারাজীবনের অর্জিত জ্ঞান আর সঞ্চয় দিয়ে দেশের তৃণমূল ক্রিকেটের উন্নয়ন করতে চান বুলবুল

নিজস্ব প্রতিবেদক : [২] মাঠ থেকে বিদায় নেয়ার পর বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন ধরে কাজ করছেন কোচ হিসেবে। আইসিসি ও এসিসিতে বিভিন্ন পদে থেকে সহযোগী দেশগুলোর ক্রিকেট উন্নয়নে রাখছেন বড় ভূমিকা। অথচ নিজ দেশের ক্রিকেটের সাথে যুক্ত হওয়ার সুযোগ হয়নি তার। তবে দেশের ক্রিকেটকে অনেক কিছুই দিতে চান তিনি।

[৩] বুধবার ব্রিটেনের ‘টিভি থ্রি বাংলা’ বাংলাদেশি অনলাইন চ্যানেলে লাইভ আড্ডায় আমিনুল ইসলাম বলেন, আমাকে প্রায়ই উত্তর দিতে হয়- আপনি দেশে আসছেন না কেন, আপনাকে সুযোগ দেয়া হচ্ছে না এই ধরণের প্রশ্ন। আসলে আমি যদি বাংলাদেশের জন্য শুধু কোচিং যে তা নয়, যেকোন লেভেলে কাজ করার সুযোগ পাই বা তারা যদি মনে করে আমি যোগ্য তাহলেই করবো। বোর্ড কখনো নির্দিষ্ট কোন পদের জন্য আমাকে এপ্লাই করতে বলেনি। এ ধরণের কোন প্রস্তাবও পাইনি।

[৪] বিসিবি সুযোগ দিক বা না দিক সাবেক এই অধিনায়ক নিজের লম্বা সময়ের কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা দিয়ে নিজ খরচে বাংলাদেশ ক্রিকেটের কাজ করার স্বপ্ন দেখেন বুলবুল, আমার একটা সুপ্ত স্বপ্ন আছে কখনো বলিনি, আজ বলি। বাংলাদেশতো আমাকে বহু কিছু দিয়েছে, মানুষের ভালোবাসা এখনো পাই। আমার ইচ্ছে আছে, কোনো স্পন্সন না দিয়ে ক্রিকেটের ইকুয়েপমেন্ট কিনে দেশে যত প্রাইমারি স্কুল আছে সেখানকার ক্রীড়া শিক্ষকদের লেভেল-১ কোচিং কোর্স করানোর পরিকল্পনা আছে।

[৫] পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে ক্রিকেট শেখানো নিশ্চিত করাই লক্ষ্য দেশের প্রথম সেঞ্চুরিয়ানের। এটা হাজার হাজার শিক্ষক ও শিক্ষার্থীদের করানোর ইচ্ছে আমার কারণ আমরা জানি একটা ছেলে যখন বর্ণমালা শিখে তখন তাকে কেউ থামাতে পারে না। আমার ইচ্ছে লেভেল-১ এ কীভাবে ব্যাট করতে হয়, ড্রাইভ করতে হয়, কীভাবে অফ স্পিন করতে হয়, কীভাবে ইন সুইং করতে হয়, কীভাবে ফিল্ডিং এর বেসিকগুলো রাখতে হয় এবং ক্রিকেট স্পিরিট এ ধরণের একটা কারিকুলাম তৈরি করা। ক্রিকেট নাইন্টি সেভেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়