শিরোনাম

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ২১ মে, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর বংশালে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলো পুলিশ

মাসুদ আলম : [২] বুধবার বংশাল থানা এলাকায় অসহায় ও মধ্যবিত্ত পরিবার কর্মহীন হয়ে পড়ায় তাদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বংশাল থানা পুলিশ।

[৩] বংশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ নূর আলম মিয়া বলেন, তিনি ও তার সঙ্গে ফাঁড়িতে কর্মরত অন্যান্য অফিসার এবং ফোর্সদের রেশন, বোনাস ও যাকাতের টাকা দিয়ে এ উপহার সামগ্রী বিতরণ করেছেন। ২শ মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পোলার চাউল, আটা, সেমাই, তেল, পেয়াজ ও চিনি ছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়।

[৪] চকবাজার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কুদরত-ই-খুদা বলেন, বংশাল থানা এলাকার কর্মহীন মধ্যবিত্ত পরিবার যারা প্রকাশ্যে কারো কাছে হাত পেতে সাহায্য নিতে পারেন না। তারা বিভিন্ন সময়ে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে খাবারের সাহায্য চেয়েছেন। তাদের তালিকা তৈরি করে, বংশাল এলাকায় যে সকল বাড়ি লকডাউন বা আইসোলেশনে আছে এবং থানা এলাকার ১৫টি জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদেরকে এ ঈদ উপহার সামগ্রী বাসায় বাসায় ও মসজিদে মসজিদে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও কিছু সংখ্যক ঈদ উপহার সামগ্রী বংশাল পুলিশ ফাঁড়ির সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়