সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তা, বেড়িবাঁধ মেরামতসহ সার্বিক পুনর্বাসন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ করোনার পাশাপাশি ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় দুটো চ্যালেন্জ অতিক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহবান জানানো হচ্ছে।
[৩] তিনি বলেন, কিছুদিন ধরে অসাবধানতা, সচেতনতার জন্য করেনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলছে। অহেতুক যেখানে সেখানে সমাগম করে জেনে শুনেই সংক্রমণ ও মৃত্যুকে ডেকে আনছেন।
[৪] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ্য তত্বাবধানে ঝড়ের আগে বিভিন্ন জেলার, প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় ২৪ লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিরাপদে নিয়ে এসেছে।
[৫] বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং তিনি এসব কথা বলেন।