মুসফিরাহ হাবীব: [২] বলিউড তারকা অক্ষয় কুমার করোনাভাইরাস সঙ্কটে নানাভাবে ত্রাণ দিয়ে সহায়তা করছেন। এরই মধ্যে এবার তার বিরুদ্ধে ছবি বাবদ পারিশ্রমিক কমানোর দাবি উঠল। অক্ষয়ের ছবি ‘লক্ষ্মী বম্ব’ গত কয়েক দিন ধরেই বিতর্কে। ছবিটির ওটিটি রিলিজ় নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
[৩] লকডাউনে মন্দার বাজারে প্রযোজকরা ছবিটি অনলাইনে মুক্তি দিয়ে লাভের মুখ দেখতে চাইছেন। কিন্তু অক্ষয় চান না তাড়াহুড়ো করতে। তাই গোড়া থেকে এ ব্যাপারে মুখবন্ধ রেখেছেন। ‘লক্ষ্মী বম্ব’ ছবি তৈরির বাজেট ছিল ৬০-৬৫ কোটি টাকা। অক্ষয় এ ছবির জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ৭২ কোটি।
[৪] প্রযোজকদের হিসাব অনুযায়ী, ছবিটি হলে মুক্তি পেলে অন্তত ২শ’ কোটি টাকার ব্যবসা করত। ঈদের সময় সালমানের ‘রাধে’র সঙ্গে অক্ষয়ের ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনে আগের সব পরিকল্পনাই বানচাল হয়েছে। সিনেমা হল খুললে বড় বাজেটের ছবির কাছে ছোট ছবিগুলোর জায়গা করে নিতে বেগ পেতে হবে। সে কারণে ‘লক্ষ্মী বম্ব’ এর মতো অল্প বাজেটের ছবিগুলো অনলাইনে ছেড়ে দিচ্ছেন প্রযোজকরা।
[৫] ডিজ়নি প্লাস হটস্টারের সঙ্গে ‘লক্ষ্মী বম্ব’ নির্মাতাদের ৯০ কোটি টাকার চুক্তি হলেও গোলমাল করে দিচ্ছে অক্ষয়ের ৭২ কোটি টাকার পারিশ্রমিক। সেদিক থেকে দেখতে গেলে প্রযোজকদের লাভ হচ্ছে না ওটিটি রিলিজ় করে, যদি না অক্ষয় টাকা কমান। ছবির আরেক প্রযোজক তুষার কাপুরও নাকি অক্ষয়কে অনুরোধ করেছেন পারিশ্রমিকের টাকা কমানোর জন্য। তবে অক্ষয় এ নিয়ে এখনো কিছু বলেননি। ছবিটিকে ঘিরে চলমান বিতর্কে অভিনেতা বিরক্ত।
[৬] ‘লক্ষ্মী বম্ব’ এ অক্ষয় অভিনয় করেছেন হিজড়ার চরিত্রে। আর আগে একাধিক অভিনেতা ওই চরিত্রটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তার মধ্যে রয়েছে অজয় দেবগণের নামও। ‘লক্ষ্মী বম্ব’-এর চরিত্রটির পিছনে খেটেছিলেন অক্ষয়। এখন তিনি পারিশ্রমিক কমানোর দাবিতে সাড়া দেন কি না, সেটাই দেখার বিষয়।