শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ২১ মে, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্ষয় কুমারের বিরুদ্ধে ছবির পারিশ্রমিক কমানোর দাবি

মুসফিরাহ হাবীব: [২] বলিউড তারকা অক্ষয় কুমার করোনাভাইরাস সঙ্কটে নানাভাবে ত্রাণ দিয়ে সহায়তা করছেন। এরই মধ্যে এবার তার বিরুদ্ধে ছবি বাবদ পারিশ্রমিক কমানোর দাবি উঠল। অক্ষয়ের ছবি ‘লক্ষ্মী বম্ব’ গত কয়েক দিন ধরেই বিতর্কে। ছবিটির ওটিটি রিলিজ় নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

[৩] লকডাউনে মন্দার বাজারে প্রযোজকরা ছবিটি অনলাইনে মুক্তি দিয়ে লাভের মুখ দেখতে চাইছেন। কিন্তু অক্ষয় চান না তাড়াহুড়ো করতে। তাই গোড়া থেকে এ ব্যাপারে মুখবন্ধ রেখেছেন। ‘লক্ষ্মী বম্ব’ ছবি তৈরির বাজেট ছিল ৬০-৬৫ কোটি টাকা। অক্ষয় এ ছবির জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ৭২ কোটি।

[৪] প্রযোজকদের হিসাব অনুযায়ী, ছবিটি হলে মুক্তি পেলে অন্তত ২শ’ কোটি টাকার ব্যবসা করত। ঈদের সময় সালমানের ‘রাধে’র সঙ্গে অক্ষয়ের ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনে আগের সব পরিকল্পনাই বানচাল হয়েছে। সিনেমা হল খুললে বড় বাজেটের ছবির কাছে ছোট ছবিগুলোর জায়গা করে নিতে বেগ পেতে হবে। সে কারণে ‘লক্ষ্মী বম্ব’ এর মতো অল্প বাজেটের ছবিগুলো অনলাইনে ছেড়ে দিচ্ছেন প্রযোজকরা।

[৫] ডি‌জ়নি প্লাস হটস্টারের সঙ্গে ‘লক্ষ্মী বম্ব’ নির্মাতাদের ৯০ কোটি টাকার চুক্তি হলেও গোলমাল করে দিচ্ছে অক্ষয়ের ৭২ কোটি টাকার পারিশ্রমিক। সেদিক থেকে দেখতে গেলে প্রযোজকদের লাভ হচ্ছে না ওটিটি রিলিজ় করে, যদি না অক্ষয় টাকা কমান। ছবির আরেক প্রযোজক তুষার কাপুরও নাকি অক্ষয়কে অনুরোধ করেছেন পারিশ্রমিকের টাকা কমানোর জন্য। তবে অক্ষয় এ নিয়ে এখনো কিছু বলেননি। ছবিটিকে ঘিরে চলমান বিতর্কে অভিনেতা বিরক্ত।

[৬] ‘লক্ষ্মী বম্ব’ এ অক্ষয় অভিনয় করেছেন হিজড়ার চরিত্রে। আর আগে একাধিক অভিনেতা ওই চরিত্রটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তার মধ্যে রয়েছে অজয় দেবগণের নামও। ‘লক্ষ্মী বম্ব’-এর চরিত্রটির পিছনে খেটেছিলেন অক্ষয়। এখন তিনি পারিশ্রমিক কমানোর দাবিতে সাড়া দেন কি না, সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়