শিরোনাম
◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান ◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ২১ মে, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্ষয় কুমারের বিরুদ্ধে ছবির পারিশ্রমিক কমানোর দাবি

মুসফিরাহ হাবীব: [২] বলিউড তারকা অক্ষয় কুমার করোনাভাইরাস সঙ্কটে নানাভাবে ত্রাণ দিয়ে সহায়তা করছেন। এরই মধ্যে এবার তার বিরুদ্ধে ছবি বাবদ পারিশ্রমিক কমানোর দাবি উঠল। অক্ষয়ের ছবি ‘লক্ষ্মী বম্ব’ গত কয়েক দিন ধরেই বিতর্কে। ছবিটির ওটিটি রিলিজ় নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

[৩] লকডাউনে মন্দার বাজারে প্রযোজকরা ছবিটি অনলাইনে মুক্তি দিয়ে লাভের মুখ দেখতে চাইছেন। কিন্তু অক্ষয় চান না তাড়াহুড়ো করতে। তাই গোড়া থেকে এ ব্যাপারে মুখবন্ধ রেখেছেন। ‘লক্ষ্মী বম্ব’ ছবি তৈরির বাজেট ছিল ৬০-৬৫ কোটি টাকা। অক্ষয় এ ছবির জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ৭২ কোটি।

[৪] প্রযোজকদের হিসাব অনুযায়ী, ছবিটি হলে মুক্তি পেলে অন্তত ২শ’ কোটি টাকার ব্যবসা করত। ঈদের সময় সালমানের ‘রাধে’র সঙ্গে অক্ষয়ের ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনে আগের সব পরিকল্পনাই বানচাল হয়েছে। সিনেমা হল খুললে বড় বাজেটের ছবির কাছে ছোট ছবিগুলোর জায়গা করে নিতে বেগ পেতে হবে। সে কারণে ‘লক্ষ্মী বম্ব’ এর মতো অল্প বাজেটের ছবিগুলো অনলাইনে ছেড়ে দিচ্ছেন প্রযোজকরা।

[৫] ডি‌জ়নি প্লাস হটস্টারের সঙ্গে ‘লক্ষ্মী বম্ব’ নির্মাতাদের ৯০ কোটি টাকার চুক্তি হলেও গোলমাল করে দিচ্ছে অক্ষয়ের ৭২ কোটি টাকার পারিশ্রমিক। সেদিক থেকে দেখতে গেলে প্রযোজকদের লাভ হচ্ছে না ওটিটি রিলিজ় করে, যদি না অক্ষয় টাকা কমান। ছবির আরেক প্রযোজক তুষার কাপুরও নাকি অক্ষয়কে অনুরোধ করেছেন পারিশ্রমিকের টাকা কমানোর জন্য। তবে অক্ষয় এ নিয়ে এখনো কিছু বলেননি। ছবিটিকে ঘিরে চলমান বিতর্কে অভিনেতা বিরক্ত।

[৬] ‘লক্ষ্মী বম্ব’ এ অক্ষয় অভিনয় করেছেন হিজড়ার চরিত্রে। আর আগে একাধিক অভিনেতা ওই চরিত্রটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তার মধ্যে রয়েছে অজয় দেবগণের নামও। ‘লক্ষ্মী বম্ব’-এর চরিত্রটির পিছনে খেটেছিলেন অক্ষয়। এখন তিনি পারিশ্রমিক কমানোর দাবিতে সাড়া দেন কি না, সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়