নিজস্ব প্রতিবেদক : [২] দুদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাতিল ঘোষণা করেছিলো দেশের ফুটবলের সর্বোচ্চ প্রতিষ্ঠান বাফুফে। ৬টি করে রাউন্ড খেলার পরই এ সিদ্ধান্ত নিয়েছিলো ফেডারেশন। কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবছর আর মাঠে গড়ালো না। তার আগেই মৌসুম শেষ করেছে বাফুফে।
[৩] দলবদলের মধ্যে দিয়ে শুরু হয়েছিল পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরের এই লিগের কার্যক্রম। করোনাভাইরাস পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা অনিশ্চিত বলে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোর সঙ্গে ভার্চুয়াল সভা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
[৪] এবারের বিসিএল অংশ নেয়ার কথা ছিল নোফেল স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, টি অ্যান্ড টি ক্লাব, ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব, অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব, ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা সিটি ফুটবল ক্লাব, ওয়ারি ক্লাব, কাওরান বাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ, ফর্টিস স্পোর্টস একাডেমি ও উত্তরা ফুটবল ক্লাবের।
[৫] ফর্টিস স্পোর্টস একাডেমি লিমিটেড এবং উত্তরা ফুটবল ক্লাব নামের আরও দুটি দলের এবার অভিষেক হওয়ার কথা ছিল পেশাদার ফুটবলে। তবে তাদের পেশাদার ফুটবল শুরু করতে আরো এক বছর অপেক্ষা বাড়িয়ে দিলো করোনাভাইরাস।