শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২১ মে, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ২১ মে, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘূর্ণিঝড় আম্ফান : খুলে দেয়া হয়েছে ১৩০ আশ্রয় কেন্দ্র

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ [২] আবহাওয়া অধিদপ্তর প্রচারিত ১০নম্বর বিপদ মহা সংকেতের খবর শুনে উৎকণ্ঠা বেড়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলার মানুষের মাঝে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

[৩] উপজেলার ১৩০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণরোধে আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিৎ ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

[৪] শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, ঘূর্ণিঝড় “আম্ফান” মোকাবেলায় উপজেলা ও ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একাধিক সভা করে সব ধরণের প্রস্তুতি নেয়ার পাশাপাশি উদ্ধার তৎপরতা, প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক এবং মেডিক্যাল টিম প্রস্তুত আছে। এ ছাড়া উপজেলার মোট ১৩০টি আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য সহায়তার জন্য পর্যাপ্ত চিড়া, গুড়, পানি এবং মোমবাতি ও দিয়াশলাই মজুদ রাখা হয়েছে।

[৫] ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ-পরিচালক আব্দুল লতিফ আবহাওয়া অধিদপ্তরের তথ্যসূত্রে জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে যেকোনো মুহূর্তে সুপার সাইক্লোনে রূপ নিয়েছে। বর্তমানে মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ২৯০ কিলোমিটার ও পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় সাড়ে ৩২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যেকোনো মুহূর্তে দিক পরিবর্তন করে সন্ধ্যার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ঝড়ের সতর্কবার্তা প্রচার এবং উদ্ধার কাজের জন্য শরণখোলায় ৪৫টি সিপিপি সেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়