শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে প্রস্তাব পাস ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংলিশ প্রিমিয়ার লিগের কোচ, খেলোয়াড় ও স্টাফসহ ৬ জন করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাবগুলোর ৭৪৮ জন খেলোয়াড় ও স্টাফকে টেস্ট করে ছয়জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানা গেছে।

[৩] প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এর আগে সোমবার জানানো হয়, পরের দিন থেকে ক্লাবগুলোর খেলোয়াড়দের ছোট ছোট গ্রুপে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। তবে লিগের চলতি মৌসুমের বাকি খেলা শুরুর দিন-তারিখ এখনও ঠিক করা হয়নি। - ইএসপিএন

[৪] ওয়াটফোর্ড জানিয়েছে, একজন খেলোয়াড়সহ তাদের ক্লাবের তিনজনের করোনাভাইরাসের টেস্টের ফল পজিটিভ এসেছে। লিগের গাইডলাইন মেনে তিনজনকেই সেলফ-আইসোলেশনে পাঠানো হয়েছে।

[৫] বার্নলি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সহযোগি কোচ ইয়ান ওয়েনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তবে তার শরীরে কভিড-১৯ এর কোনো নমুনা নেই এবং তিনি ভালো আছেন। ছোট ছোট গ্রুপে অনুশীলন শুরু করার আগে প্রতিটা ক্লাব করোনাভাইরাস টেস্ট করাতে খেলোয়াড়, কোচ ও মেডিকেল স্টাফ মিলিয়ে ৪০ জনের একটি তালিকা জমা দিয়েছে।- দেশরূপান্তর

[৬] লিগ কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা, টেস্ট ছাড়া কোনো খেলোয়াড় অনুশীলন করতে পারবে না। খেলোয়াড় বা কোচদের যাদের রিপোর্টই পজিটিভ আসবে তাদেরকে অবশ্যই কোয়ারেন্টাইনে যেতে হবে। প্রতিটা ক্লাবে সপ্তাহে দুইবার করে করোনা টেস্ট হবে। করোনাভাইরাসের মহামারির কারণে ১৩ মার্চ থেকে ইংল্যান্ডে সব ধরনের পেশাদারি ফুটবল বন্ধ। ইউরোপের অন্যান্য দেশেও একই অবস্থা।

[৭] তবে এরই মধ্যে দর্শকশূন্য মাঠে শুরু হয়েছে জার্মানির বুন্দেসলিগার খেলা। আশার আলো দেখা যাচ্ছে লা লিগায়ও। ছোট ছোট গ্রুপে অনুশীলন করেছেন লিওনেল মেসিরা। অনুশীলন করেছেন ইতালির সেরি আ’র খেলোয়াড়রাও। - ডেইলি মেইল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়