শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ১৯ মে, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রেতা শূণ্য রাজশাহীর আমের বাজার , ব্যাবসায়ীদের মাথায় হাত!

মঈন উদ্দীন: [২] গুটিজাতের আম পুরোদমে বাজারে উঠতে শুরু করেছে, তবে নেই ক্রেতা। এ অবস্থায় ভালো জাতের আম নিয়ে দুশ্চিন্তায় মাথায় হাত এখন আম চাষি ও ব্যবসায়ীদের। তাদের আতঙ্ক আগামী ২০ মে’র পর থেকে বিভিন্ন ভালো জাতের আম পাকতে শুরু করবে। এ সময় খুচরা ও পাইকাররা না আসলে পানির দরে আম বিক্রি করতে হবে তাদের।

[৩] আম চাষিরা বলছেন, যারা প্রতিবারের ন্যায় বাগানে আম দেখেই আম কিনে নিতেন। কিন্তু এবার তাদেও দেখা মিলছে না। এতে করে মারাত্মক লোকসানের মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে এ অঞ্চলের আমচাষীদের।

[৪] রাাজশাহীর বৃহৎ আমের হাট বানেশ্বর বাজারেও নেয় অন্যান্যবারের মত হাক-ডাক, ব্যস্ততা। এ হাটে যা কিছু আম উঠছে তার ন্যায্যমূল্য পাননি বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এ অবস্থা চলতে থাকলে, বিক্রি করতে হবে অনেকটা পানির দাম।

[৫] চাষিরা বলছেন, আর কয়েকদিনের মধ্যে আম পাড়া শুরু হবে। কিন্তু পাইকার না থাকায় বাগান বিক্রি করতে না পেরে হয়তো চাষিদেরই বাজারে তুলতে হবে সেই আম। যদি একসঙ্গে বাগানচুক্তি আম বিক্রি করা যায়, তাহলে মোটা টাকা দিয়ে চাষিদের অনেক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। কিন্তু এবার বাগানচুক্তি আম বিক্রি প্রায় বন্ধ হয়ে আছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়