শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া শর্তে ভারতে সমস্ত স্টেডিয়াম খুলছে

এল আর বাদল : [২] তবে কি এবার আইপিএল নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ কাটতে চলেছে? সে উত্তরের জন্য আরও খানিকটা অপেক্ষা করতে হবে। কিন্তু রোববার সুখবর দিল স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেওয়া হল, লকডাউনের চতুর্থ দফাতেই খুলে দেওয়া যাবে সমস্ত স্টেডিয়াম।

[৩] লকডাউনের সময়সীমা যে বাড়বে তা আগেই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার তারই বিস্তারিত তথ্য তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেওয়া হল, আগামী ৩১ মে পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ। বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও আগের মতোই বন্ধ থাকবে শপিং মল, সুইমিং পুল, রেস্তরাঁ, সিনেমা হল ইত্যাদি। তবে মাঠে আবার বল গড়ানোর ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্র। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বিজ্ঞপ্তিতে জানানো হয়,স্পোর্টস কমপ্লেক্স এবং স্টেডিয়াম খোলার অনুমতি দেওয়া হলো। খেলা হলেও অবশ্য দর্শকদের প্রবেশ নিষেধ। অর্থাৎ দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচের আয়োজন করা যেতেই পারে। অন্তত অনুশীলনে নেমে পড়তে পারবেন ক্রিকেটার-ফুটবলার-অ্যাথলিটরা। তাই কেন্দ্রের এই ঘোষণা ক্রীড়ার জন্য স্বস্তিদায়ক।

[৪] সেই মার্চে লকডাউন ঘোষণার পর থেকেই বাতিল এবং স্থগিত হয়ে গিয়েছে সমস্ত স্পোর্টস ইভেন্ট। করোনা মোকাবিলায় লকডাউনে গৃহবন্দি হয়েই দিন কাটাচ্ছেন খেলোয়াড়রা। তবে এবার হয়তো ছবিটা বদলাতে চলেছে। বিসিসিআই কোষাধ্যক্ষ আগেই জানিয়েছিলেন, লকডাউনের চতুর্থ দফায় ক্রীড়াক্ষেত্রে ছাড় দিলে ক্রিকেটারদের অনুশীলন শুরুর কথা ভাবা হবে। এবার যে তাতে আর কোনও বাধা থাকছে না। তবে রাজ্য অনুযায়ী ক্রিকেটারদের বাধানিষেধের মধ্যে পড়তে হতে পারে।

[৫] একই সঙ্গে উজ্জ্বল হচ্ছে আইপিএল আয়োজনের আশাও। দর্শকশূন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট ফেরানো নিয়ে ভারতীয় বোর্ড কোন পথে হাঁটে, সেটাও দেখার। তবে বিমান পরিষেবা বন্ধ থাকায় আপাতত কোনও বিদেশি ক্রিকেটার ভারতে আসতে পারবেন না। তাই আট ফ্র্যাঞ্চাইজি আইপিএল নিয়ে কী সিদ্ধান্তে আসে, তা জানতে মুখিয়ে ক্রিকেটভক্তরা।

[৬] অন্যদিকে সাই কমপ্লেক্সে থাকা অ্যাথলিটদেরও আর মাঠে নামতে বাধা রইল না। দীর্ঘদিন প্র্যাকটিসের বাইরে থাকায় দুশ্চিন্তা আর অবসাদে ভুগছিলেন তারা। তাদের জন্য ক্রীড়ামন্ত্রী কী নিয়মকানুন জারি করে, সেটাই দেখার। খেলার অনুমতি দেওয়ার অর্থ ইউরোপের মতোই শিগগিরই ভারতেও ফিরছে ফুটবল। কীভাবে ক্লাবগুলি মওশুমের সূচনা করে, তা জানতে আগ্রহী ফুটবলভক্তরা। সবমিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় নতুন করে অক্সিজেন পেলো খেলার দুনিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়