শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের কালেও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো’র সেলফি তোলার নেশা কমেনি

দেবদুলাল মুন্না: [২]তিনি সেলফি তুলে আগেও বিতর্কিত হয়েছেন। তার দেশে ১৭২ জন সেরাবাহিনীর সদস্য ১৭ এপ্রিল সড়ক দুঘর্টনায় মারা গেলে তিনি ঘটনাস্থলে গিয়ে বিতর্কিত হয়েছিলেন।এখন প্রতিদিন ব্রাজিলে করোনাভাইরাসে মারা যাচ্ছে প্রায় ৫০০ জনের বেশি মানুষ। এ মহামারীকালেও তিনি নিজেই মানছেন না সামাজিক দুরত্ব এবং গত রোববার সেলফি তুলে ফের বিতর্কিত হয়েছেন।খবর কাউন্টার পাঞ্চ ও রয়টার্স

[৩] রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হওয়া সমর্থকদের ভিড় থেকে নেওয়া তিন জন বাচ্চার সঙ্গে সেলফি তুলেন। এছাড়া এক ভিডিওতে তিনি বিক্ষোভকে স্বাগত জানান।

[৪]ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোর মেয়র ব্রুন কভাস বলেন, শহরের সরকারি হাসপাতালগুলো ৯০ শতাংশ পূর্ণ হয়ে গেছে এবং দুই সপ্তাহের মধ্যে আর কোন জায়গা খালি থাকবে না। করোনা রোগীদের সামাল দিতে শিগগিরই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়বে বলে জানান তিনি।

[৫]এদিকে গত এক মাসের মধ্যে জাইর বোলসোনারোর সঙ্গে মতবিরোধের জেরে দেশটির দুই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন।

[৬]দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৮০ জন। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দেশটির অবস্থান চতুর্থ। সেইসঙ্গে দেশটিতে মৃতের সংখ্যা ১৬ হাজার ১২২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়