মাসুদ আলম: [২] সোমবার সকালে উপজেলার বিষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিষা গ্রামের জাহিদুল ইসলাম ও একই গ্রামের আনোয়ার হোসেন ।
[৩] রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, সকালে ধান কাটার জন্য মাঠে যাচ্ছিলেন কয়েক শ্রমিক। এসময় পথে একটি পুকুর পাড়ে পড়ে থাকা বিদ্যুতের তাড়ে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার পর থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।