শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় অগ্রীম ভাড়া দাবি করে ৫ ছাত্রীকে আটকে রাখে মেস মালিক

ডেস্ক রিপোর্ট : [২]  সরকারি আজিজুল হক কলেজের ওই ছাত্রীদের বাড়ি যেতে দেননি তিনি। রোববার দুপুরে পুলিশ কামারগাড়ি এলাকার ওই ছাত্রী নিবাস (মেস) থেকে তাদের উদ্ধার করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে।

[৩] এই কলেজের ছাত্রছাত্রীরা হলে সিট না পেয়ে কামারগাড়ি, জহুরুল নগর, পুরান বগুড়া, জামিল নগরের প্রায় ৫০০ ছাত্রাবাস ও ছাত্রী নিবাসে ভাড়া থাকেন। তাদের অধিকাংশ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা। করোনা প্রাদুর্ভাবের সময় মালিকরা আগাম ২ মাসের ভাড়া ছাড়া ছাত্রছাত্রীদের কাপড় ও বইখাতা বের করতে দেননি বলে অভিযোগ রয়েছে।

[৪] রোববার দুপুরে শহরের কামারগাড়ি এলাকার শিউলী ছাত্রী নিবাসের ছাত্রীরা বাড়ি যাওয়ার জন্য বই, কাপড় বের করছিলেন। এসময় ছাত্রী নিবাসের মালিকের কেয়ারটেকার রেণু বেগমসহ অন্যরা আশপাশের ছাত্রী নিবাসের ছাত্রীদের আগাম ২ মাসের ভাড়া ছাড়া বের হতে নিষেধ করেন। এসময় ছাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ছাত্রী নিবাসের মালিক। এক পর্যায়ে ছাত্রী নিবাসের মালিক ছাত্রীদের ভেতরে রেখে মুল ফটকে তালা ঝুলিয়ে দেন।

[৫] বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে গিয়ে ৫ ছাত্রীকে তালাবদ্ধ রাখা অবস্থা থেকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। ওই ছাত্রী নিবাসটিতে প্রায় ৫০ জন ছাত্রী থাকতো।

[৬] কেয়ারটেকার রেণু বেগম জানান, বাড়ির মালিক হাজী রমজান আলীর সঙ্গে কথা বলেই অন্যান্য মালিকদের নিয়ে তালা ঝুলিয়েছিলাম। অপর মালিক মাছুম জানান, আমরা ছাত্রী নিবাসের মালিকরা এক হয়ে সিদ্ধান্ত নিয়েছি আগাম ২ মাসের ভাড়া ছাড়া কাউকে বই ও কাপড়-চোপড় নিয়ে বাড়ি যেতে দেবো না। তাই ভাড়া না দেয়ায় তালাবদ্ধ করা হয়।

[৭] ছাত্রী নিবাসের থাকা শিক্ষার্থী বিথী জানান, মে মাস পর্যন্ত ভাড়া পরিশোধ করা হয়েছে। আগাম আরও ২ মাসের ভাড়া চায় তারা। করোনার সময় বিভিন্ন ছাত্র ও ছাত্রী নিবাসের মালিকরা জোট হয়ে আমাদের এভাবে নির্যাতন করছে। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়