আরিফুল ইসলাম সুমন : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাজাদাপুর গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন মিনারা বেগম (৩০) নামের এক গৃহবধূ। নিহতের লাশ রোববার (১০ মে) সন্ধ্যায় উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।
[৩] জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হন মিনারা। তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে এখানে প্রাথমিক চিকিৎসার পর জেলা সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হলে লাশ শাহাজাদাপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
[৪] মৃত মিনারা শাহাজাদাপুর গ্রামের হাঁসের খামারি আলাল মিয়ার স্ত্রী। তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে।
[৫] এ ব্যাপারে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান বলেন, কীটনাশক পানে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল (সোমবার) লাশ মর্গে পাঠানো হবে। ডাক্তারি রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
[৬] এস আই খলিলুর রহমান আরও বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, নিহত মিনারার স্বামী আলাল কিছু দিন আগে হিন্দু সম্প্রদায়ের এক মেয়েকে বিয়ে করেছিল। এনিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। শনিবার তারা স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এতে মিনারাকে মারধর করে আলাল। সম্পাদনা : জেরিন আহমেদ