বিশ্বজিৎ দত্ত : [২] অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, জিডিপিতে কৃষিখাতের অবদান ১৩ শতাংশ হলেও কর্মসংস্থান করে ৪২ ভাগ লোকের। আগামী বজেটে কৃষিতে বাজেটের ৩ শতাংশ বরাদ্দ রাখতে হবে। প্রতি বছর ৯ হাজার কোটি টাকার মতো কৃষিতে বরাদ্দ দেয়া হয়। মন্ত্রণালয় ব্যায় করতে পাওে ৬ হাজার কোটি টাকা।
[৩]আগামী বছর যাতে কৃষিখাতে সম্পূর্ণ অর্থ ব্যায় হয় তার জন্য আগে থেকেই একটি ব্যায়ের ডিজাইন তৈরী করতে হবে।
[৪] ড. খন্দকার মোয়াজ্জেম বলেন, করোনার পরেই বিদেশ থেকে লাখ লাখ প্রবাসীকে দেশে পাঠাবে বিভিন্ন সরকার। এমনকি যারা বৈধভাবে আছেন তারাও দেশে আসতে শুরু করবে। কারণ তারা ওই সবদেশে ঋণগ্রস্থ হয়ে পরবে। এই বিপুল প্রবাসীদের কর্মসংস্থানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দিয়ে কর্মসংস্থান করা যায় কিনা তাও চিন্তা করতে বলেছেন তিনি।