শিরোনাম

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে আটকা পড়া বাংলাদেশের ক্যান্সার রোগীরা বেকায়দায়

ডিডিমুন:[২]যারা ফিরে আসতে চাইছেন তাদের সাহায্য করবে বাংলাদেশ সরকার

[৩]ভারতে আটকা পড়া বাংলাদেশের বেশ কিছু ক্যান্সার রোগী দেশে ফিরতে চায় না, কারণ তারা আশঙ্কা করছে যে, দেশে ফিরলে মেডিকেল চিকিৎসা চালিয়ে যেতে পারবে না তারা। আবার কেউ কেউ ফিরতে চাইছেন।

[৪]২৫ মার্চ থেকে ভারত জুড়ে লকডাউন জারি করে ভারত সরকার। ভারতে অবস্থানরত বাংলাদেশী কূটনীতিকরা অবশ্য বলছেন যে, আটকে পড়া বাকি বাংলাদেশীদের উদ্ধারের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছেন তারা। জিনিউজ

[৫]কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে সাউথ এশিয়ান মনিটরকে বলেন, “যে সব বাংলাদেশী ভারতে আটকা পড়েছে এবং দেশে ফিরে যেতে চান, তাদের ফিরিয়ে নিতে ঢাকার পররাষ্ট্র দফতর এবং ভারতে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা ভারতীয় কর্তৃপক্ষের সাথে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন”।

[৬]দিল্লীর বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, কলকাতা থেকে ১০ মে, মুম্বাই থেকে ১২ মে, বেঙ্গালুরু-ঢাকা রুটে ১৩ মে, এবং দিল্লী-ঢাকা রুটে ১৪ মে প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করা হবে।সূত্র সাউথ এশিয়ান মনিটর

[৭]বাংলাদেশের এক কূটনীতিক টেলিফোনে জানান, পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতা-ঢাকা বিশেষ বাস সার্ভিস পরিচালনার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সাথে কথাবার্তা চলছে।
[৮]কলকাতার উপকণ্ঠে ঠাকুপুকুরে সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যাণ্ড রিসার্চ ইন্সটিটিউটের কাছে একটি দাতব্য গেস্ট হাউজে বাস করছেন প্রায়১৭০জন ক্যান্সার রোগী।এছাড়া ভেলোরে রয়েছেন প্রায় দুই শতাধিক বাংলাদেশি ক্যান্সার রোগী।সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়