শিরোনাম
◈ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত হলেন আফগান স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : [২] বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানসহ মন্ত্রিসভার সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। সবশেষ আজ শুক্রবার মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজ।

[৩]দেশটির সরকারি কর্তৃপক্ষ আজ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, আজ নতুন করে ২১৫ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ফিরোজ রয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৭৭৮ জন। আফগান স্বাস্থ্য মন্তণালয় করোনা নিয়ে তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানায়, স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজের দেহে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর তার করোনা পরীক্ষা করানো হয় পরীক্ষায় তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে রয়েছেন।

[৪]আফগানিস্তানে করোনায় আক্রান্তদের মধ্যে ১০৯ জন মারা গেছেন। জাতিসংঘের অভিবাসী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, করোনা প্রাদুর্ভাব শুরুর পর ইরান থেকে দেশে ফিরেছেন ২ লাখ ৭০ হাজারের বেশি আফগান নাগরিক। ইরান মধ্যপ্রাচ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর একটি। ইরান থেকে যারা দেশে ফিরেছেন তাদের বেশিরভাগের করোনা পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হয়। তারা দেশের বিভিন্ন শহর ও গ্রামে ভাইরাসটির সংক্রমণ হয়তো বয়ে নিয়েছেন। এমনতিই যুদ্ধ-সংঘাত কবলিত এই দেশে সংক্রমণ ব্যাপক হলে পরিস্থিতি জটিল আকার ধারণ করবে।

[৫]রাজধানী কাবুলে আক্রান্ত হিসেবে শনাক্তের এক-তৃতীয়াংশের বেশিই স্বাস্থ্যকর্মী। তালিকায় দেশটির সরকারি স্বাস্থ্যসেবা বিভাগের দুইজন শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। কাবুলে এখন পর্যন্ত যে ৯২৫ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে ৩৪৬ জনই স্বাস্থ্যকর্মী। রয়টার্স বলছে, যুদ্ধবিধ্বস্ত এই দেশটি এমনিতেই রয়েছে মারাত্মক এক সংকটে। এরমধ্যে করোনার মতো একটি মহামারি দেশটিতে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। সরকারও মহামারি পরিস্থিতি সামাল দিততে হিমশিম খাচ্ছে। প্রতিদিনই আফগানিস্তানে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

উৎসঃ jagonews24

  • সর্বশেষ
  • জনপ্রিয়