শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এ যেনো খাঁচায় বন্দী পাখির মতো মুক্তির অপেক্ষা : লিটন দাস

আক্তারুজ্জামান : [২] কবে খুলবে দুয়ার, মেলবো ডানা, উড়বো আকাশে। এটাই কোনো বন্দী পাখির সবচেয়ে বড় ইচ্ছা। এখন ওই পাখির মতো লিটন দাসও যেনো মুক্ত হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন। মুক্ত মাঠে দৌড়াবেন খেলবেন। কিন্তু সবকিছুই খাঁচার মতো করে রেখেছে বেরসিক করোনা।

[৩] মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে স্বপ্নের মতো একটা সিরিজ খেলেই পড়তে হয়েছে অনির্দিষ্টকালের বিরতিতে। বন্দিজীবন বড় একঘেয়ে লাগছে লিটনের। ঘরবন্দী জীবনে নিজের শিল্পীসত্তা ফুটিয়ে তুলেছেন। রং পেন্সিলে এঁকেছেন এক কাব্যিক দৃশ্যপট- পাখিকে মুক্ত করতে উড়ে এসেছে আরেকটা পাখি।

[৪] জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫৫ গড়ে ২ সেঞ্চুরিতে ৩১১ রান। এরপরই রয়েছেন অনির্দিষ্টকালের বিরতিতে। তবে এ নিয়ে আফসোস করছেন না লিটন। নিজের মধ্যে যে পরিবর্তন এসেছে, সেটি অবশ্য মানতে চাইলেন না লিটন। প্রথম আলো

[৫] তবে এই দুঃসময়ে হতাশ লিটন তো হবেনই। কোথায় এখন ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন, নিজেকে আরেক ধাপ ওপরে নেওয়ার চেষ্টা করবেন, তখন হাত-পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে ঘরে। হ্যাঁ, এটা ঠিক, পরিবারের সঙ্গে সবারই সময় কাটাতে ভালো লাগে। তবে এভাবে ঘরবন্দী হয়ে নয়। জীবন স্বাভাবিকভাবে চলবে, ঘুরব-ফিরব, তাহলে না ভালো লাগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়