মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি : [২] আক্রান্ত ব্যক্তির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নে।
[৩] শুক্রবার (০৮ মে) সকালে বিষয়টি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
[৪] সূত্র জানায়, গত ০৪ মে নারায়ণগঞ্জ থেকে মির্জাপুর নিজের গ্রামের বাড়িতে আসেন এই ব্যক্তি। পরে খবর পেয়ে তিনিসহ অন্যান্য আরো ১৬ জনের নমুনা সংগ্রহ করে বুধবার (০৬ মে) পরীক্ষার জন্য ঢাকায় পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
[৫] এতে শুক্রবার (০৮ মে) প্রাপ্ত রিপোর্টে ১৫ জনের রিপোর্টে নেগেটিভ দেখা দেয় এবং ১ জনের পজেটিভ আসে।
[৬] মির্জাপুর উপজেলায় আক্রান্ত ৮ জনে মধ্যে সুস্থ্য হয়েছেন ১ পুরুষ, মৃত্যু হয়েছে ১ নারীর ও চিকিৎসাধীন রয়েছেন ৫ জন।
[৭] এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, করোনা আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো করা হয়েছে এবং আক্রান্ত হওয়া ওই ব্যক্তির আশপাশের ২৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার